করোনাভাইরাসজাতীয়
বাংলাদেশে করোনায় মৃত্যুবরণকারী ৭৩ ভাগই পুরুষ
বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা এখন ১২ হাজার ৪২৫ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা ১৯৯ জন।
কোভিড-১৯’এ মৃত রোগীর তালিকায় পুরুষের সংখ্যা ৭৩ শতাংশ আর নারী মৃত্যুর হার ২৭ শতাংশ।
এদিকে রাজধানী ঢাকার উপর থেকে এই মরণঘাতি ভাইরাসে ভয়াবহ প্রকোপে এখনো কাটেনি। করোনা সংক্রমণে লোকাল ট্রান্সমিশন পর্যায় চলছে ঢাকা সিটিতে। জনবহুল ও নমুনা সংগ্রহ সহজ লভ্য হওয়ায় শুধু ঢাকায় সিটিতে আক্রান্ত ৫৮ দশমিক ৬৫ শতাংশ আর সম্পূর্ণ ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ৮৪ শতাংশ।
মৃত্যুর সংখ্যাতেও এগিয়ে আছে ঢাকা সিটি। ঢাকা সিটিতে এখন পর্যন্ত মোট মারা গেছেন ১০০ জন। আইইডিসিআর প্রকাশিত মোট আক্রান্ত জেলার সংখ্যা বর্তমানে ৬৩টি। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় করোনা তার ছাপ ফেলেছে।