Lead Newsকরোনাভাইরাসজাতীয়

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩১৮৭ , মৃত্যু ৩৭

বাংলাদেশে প্রুতিনিয়ত বেড়েই চলছে করোনাভাইরাস দ্বারা সংক্রামিত কোভিড-১৯ রোগী এবং তার মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৮ হাজার ৫২ জনে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৪৯ জন।

বৃহস্পতিবার ( ১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং-এ বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে।

মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ৭, সিলেটে ৩, রাজশাহীতে ৪, বরিশালে ২ এবং রংপুর বিভাগে ১ জন মারা গেছেন।

মৃত ৩৭ জনের বয়স:

  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ২ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৪ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৮ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ২২ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ১ জন।

গত ২৪ ঘণ্টায় আরো ৮৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৬ হাজার ৭৪৭ জন সুস্থ হলেন।

এক নজরে বাংলাদেশে করোনার সর্বশেষঃ

গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ৩১৮৭ ৭৮০৫২
মৃত্যু ৩৭ ১,০৪৯
সুস্থ ৮৪৮ ১৬৭৪৮
পরীক্ষা ১৫৭৭২ ৪৫৭৩৩২

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২৬৫। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৭১ হাজার ১৯৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ৮৮ হাজার ৮৬৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =

Back to top button