Lead Newsকরোনাভাইরাসজাতীয়স্বাস্থ্য ও চিকিৎসা

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, নতুন শনাক্ত ৫০৩ জন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩১ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৫০৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এটি এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। এ নিয়ে মোট ৪ হাজার ৬৮৯ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।

শুক্রবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত চারজনের সবাই পুরুষ। তারা ঢাকার বাসিন্দা ছিলেন। তাদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। এ নিয়ে মোট ১১২ জন করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করলেন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।আইসোলেশনে এসেছেন ১২৩ জন। মোট আইসোলেশনে আছেন ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ৩ হাজার ৬৯৬ জন।

স্বাস্থ্য বুলেটিন উপস্থাপনের সময় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে দেশের করোনাচিত্র:

  • আক্রান্ত হয়েছেন:  ৪ হাজার ৬৮৯ জন।
  • সুস্থ হয়ে উঠেছেন: ১১২ জন।
  • মারা গেছেন: ১৩১ জন।
  • আইসোলেশনে রয়েছেন: ৯৯৫ জন।
  • আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন: ৬২২ জন।

এদিকে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২৭ লাখ ৩৩ হাজার ৩৩৩ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৭ লাখ ৫১ হাজার ২৫৩ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ১ লাখ ৯১ হাজার ১৭৬ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + six =

Back to top button