অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর মাত্রাতিরিক্ত উদযাপন করে বাংলাদেশ ক্রিকেট দল। এ নিয়ে ভারতের ক্রিকেটারদের সঙ্গে কয়েক দফা হাতাহাতিও করেন টাইগার যুবারা।
বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতীয় মিডিয়া। কয়েকটি সংবাদমাধ্যম বাংলাদেশের বিশ্বকাপ জয় এড়িয়ে হাতাহাতির ঘটনা সামনে টেনে এনে ঢালাও খবর প্রচার ও প্রকাশ করেন।
অনভিপ্রেত ঘটনা হালকাভাবে নেননি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ। অনাকাঙ্ক্ষিত দৃশ্যের অবতারণা ঘটার জন্য বাংলাদেশ ক্রিকেটারদের দায়ী করেন তিনি।
এবার ব্যাপারটি নিয়ে মাথা ঘামাল বিশ্ব ক্রিকেটের নীতিনির্ধারণী সংস্থা আইসিসিও। বাংলাদেশ-ভারতের খেলোয়াড়দের হাতাহাতির বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে তারা।
অপ্রত্যাশিত বিষয়টি দৃষ্টি এড়ায়টি ম্যাচ রেফারি গ্রায়েম লাবোরির। ইতিমধ্যে আইসিসির কাছে পাঠানো নিজের প্রতিবেদনে তা উল্লেখ করেছেন তিনি। অবশ্য এখনও এ বিষয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠায়নি বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। তবে শিগগির তারা সেটি দেবে বলে ধারণা করা হচ্ছে।
ল্যাবোরি বলেন, পুরো ঘটনার ভিডিও আছে। তা দেখে সবকিছু বিশ্লেষণ করা হবে। পরে সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস।