সম্মান ও স্বীকৃতি
বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ফেরদৌসী মজুমদারসহ ১০ জন
বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ১০ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।
গতকাল বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।
যারা পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০:
কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।