বাইডেনের ‘কমলা’ পছন্দে মুগ্ধ ওবামা
ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার কৃষ্ণাঙ্গ সিনেটর ভারতীয়-জ্যামাইকান বংশোদ্ভূত কমলা হ্যারিসের নাম ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর ফলে পরবর্তী নির্বাচনী জনসংযোগে বাইডেনের সঙ্গে দেখা যাবে কমলা হ্যারিসকেও। টুইট করে এই ঘোষণার কথা জানান বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এই ঘোষণার মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হলো। রানিং মেট হিসেবে কমলাকে বেছে নেওয়ায় জো বাইডেনকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক টুইট বার্তায় নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।
নভেম্বরের নির্বাচনে কমলাকে ভাইস প্রেসিডেন্ট পদে বাছাই করা নিয়ে ওবামা বলেছেন, ‘কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট পদে বেছে দারুণ সিদ্ধান্ত নিয়েছেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট বাছাই করা একজন প্রেসিডেন্টের প্রথম গুরুত্বপূর্ণ কাজ।’
ওবামা আরো বলেন, ‘আমি সিনেটর কমলাকে চিনি। অনেকদিন ধরে তিনি এই কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের সংবিধান রক্ষার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আদর্শ একজন। এটি আমাদের দেশের জন্য একটি ভাল দিন। এবার এই জিনিসটি জিতে নেওয়া যাক।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন জো বাইডেন। কমলা হ্যারিস হলেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনো এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের প্রধান দ্বিতীয় শীর্ষ পদের নির্বাচনে লড়তে যাচ্ছেন।
কমলাকে বাছাই করায় ওবামা ছাড়াও বাইডেনের প্রশংসা করেছেন হিলারি ক্লিনটনসহ শীর্ষ ডেমোক্রেট নেতারা।
৫৫ বছর বয়সী কমলার বাবা জামাইকান ও মা ভারতীয়। তিনি বর্তমানে ক্য়ালিফোর্নিয়ার সিনেটর।