করোনা পরিস্থিতিতে ই-কমার্স খাতকে সব ধরনের সহযোগিতার প্রত্যয়
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনার প্রদুর্ভাব রোধে ই-কমার্সের মাধ্যমে পণ্য পৌঁছে দিয়ে মানুষকে ঘরে রাখা সম্ভব হয়েছে। ই-কমার্স পরিচালনায় কোনও সমস্যা দেখা দিলে তা সামাধানে বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাব এর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, এফবিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যেভাবে মানুষ জরুরি প্রয়োজনীয় পণ্যের জন্য ই-কমার্সের উপর নির্ভর হয়ে পড়েছে এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক বছর ই-কমার্স, মার্কেটপ্লেস, লজিস্টিক সব সেবা মিলিয়ে এই খাতে প্রায় ৫ লাখ কর্মসংস্থানের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছিলেন ই-কমার্স তারই একটি অংশ। ই-কমার্সে যারা কাজ করছেন তারাও জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্ট লাইনে থেকে কাজ করছেন।’
টিপু মুনশি বলেন, ‘ই-কমার্স কার্যক্রম চালাতে সৃষ্ট সমস্যা সামাধানে বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। আগেও আমরা ই-কমার্সকে সব ধরনের সহযোগিতা করেছি, আগামীতে সেটা অব্যাহত থাকবে।