বার্সেলোনার ক্লাব কর্তাদের দেয়া কষ্ট আর মনে রাখতে চান না বলে জানান উরুগুয়ে এবং সাবেক বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তবে, মেসির সাথে আমার সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ ।
২০১৪ বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার কিয়েল্লিনিকে কামড় দেয়ার ঘটনার পর উরুগুয়ে ও লিভারপুল সব জায়গাতেই সমালোচনায় জর্জরিত ছিলেন এই তারকা । কেউ ভালো চোখে দেখছিলেন না বিষয়টা ।
এমন দুঃসময়ে তার পাশে এসে দাঁড়ায় বার্সেলোনা। ক্লাবে যোগ দেয়ার পর ভালই কাটছিল সময় ।
কাতালানদের মধ্যে অন্যতম গোলদাতা সুয়ারেজ। কিন্তু গেল মৌসুমে খূব ভালোভাবে মেলে ধরতে পারেননি নিজেক । বার্সেলোনাও পায়নি প্রত্যাশিত সাফল্য। তাইতো একরকম জোর করেই সুয়ারেজকে অ্যাতলেটিকোর কাছে বিক্রি করে দেয় বার্সা।
শুরুতে খুব ভালো না লাগলেও অ্যাতলেটিকোর সঙ্গে বেশ মানিয়ে নিয়েছেন সুয়ারেজ। প্রথম ম্যাচেই করেছেন বাজিমাত। অ্যাতলেটিকো কোচ ও সমর্থকদের কাছে কৃতজ্ঞ তিনি। ক্লাবে যোগ দেয়ার পর এই প্রথম গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন এই উরুগুইয়ান তারকা।