Lead Newsনগরজীবন

বাসে আগুনের ঘটনায় ৩ জনকে শনাক্ত করেছে পুলিশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে কর অঞ্চলের একটি পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিন জনকে শনাক্ত করেছে পুলিশ।

আজ শুক্রবার রাত পৌনে ৯টায় বিষয়টি এনটিভি অনলাইনকে জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান।

মো. আসাদুজ্জামান বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা তিনজনকে শনাক্ত করেছি। যে তিনজনকে আমরা শনাক্ত করেছি, বিভিন্ন সময়ে তাদের বিএনপির মিছিলেও দেখা গেছে। আমরা আসলে সেভাবেই তাদের শনাক্ত করেছি।’

উপকমিশনার আরো বলেন, ‘যেহেতু তাদের আমরা শনাক্ত করতে পেরেছি সেহেতু তাদের গ্রেপ্তার করতে আমরা অভিযান চালাচ্ছি। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে বাসে আগুন দেওয়ার ঘটনার বিস্তারিত জানা যাবে।’

পল্টন থানা পুলিশ জানিয়েছিল, গত ১২ নভেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে কর অঞ্চল-১৫-এর পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হঠাৎ করেই এদিন রাজধানীর কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রথমে দুপুরে শুরু হয়ে ঘণ্টা-দুয়েকের মধ্যে ছয়টি জায়গায় ছয়টি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এরপর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় বাস ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। এ নিয়ে মোট ১১টি মামলা হয়। এতে পাঁচ শতাধিক লোককে আসামি করা হয়। যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fifteen =

Back to top button