প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্দেহ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির অস্তিত্ব টিকে থাকবে না, বিলুপ্ত হয়ে যেতে পারে।
আজ সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ সেন্টারে এক নাগরিক সংবর্ধনায় ভাষণদানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই সংবর্ধনার আয়োজন করে।
তিনি বলেন, যে দলের নেতৃত্বে থাকেন পলাতক আসামি কিংবা এতিমদের টাকা মেরে খাওয়ায় সাজাপ্রাপ্ত আসামি, সেই দলটি আর কতদূর যাওয়ার ক্ষমতা রাখে? আসামিদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল চলতে পারে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, শুধু আমাদের সরকারই নয়, বিদেশেও খালেদা জিয়ার সন্তানদের দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমেরিকার এফবিআইয়ের তদন্তে উঠে এসেছে তাদের অর্থ পাচারের তথ্য। ইতোমধ্যে সেই অর্থের কিছু অংশ আমরা দেশে ফেরত আনতে সক্ষম হয়েছি। বাকি অর্থও ফেরত আনা হবে।