বিজপার্ক ভেনচারের যাত্রা শুরু
রাজধানীর বারিধারায় সম্প্রতি যাত্রা শুরু করেছে বিজপার্ক ভেনচার লিমিটেড নামে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক প্রতিষ্ঠান। দেশের সার্ভিস ইন্ডাস্ট্রিকে নতুন বিপ্লব এনে দিতেই এর পথচলা।
বর্তমানে তিনটি সহযোগী প্রতিষ্ঠান chalkpencil.com, stationeryboxbd.com & eventboxbd.com নিয়ে পরিচালিত হচ্ছে বিজপার্ক ভেনচারের বারিধারা অফিস। সংবাদ বিজ্ঞপ্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো ইউথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মুনির হাসান, অভিনেতা আজম খান, লা টিম বি’র ব্যবস্থাপনা পরিচালক শায়লিন জামান আকবর প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজপার্কের ম্যানেজিং ডিরেক্টর সাইফ আল দীন ফারাবি এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাহেদুর রহমান।
উপস্থিত অতিথিবৃন্দ ও এক্সিকিউটিভরা একটি প্রীতিভোজের মধ্য দিয়ে চমৎকার সন্ধ্যা উপভোগ করার পাশাপাশি সবাই বিজপার্কের জন্য ভালোবাসা ও শুভকামনা জানান।