আন্তর্জাতিক

বিদেশি গরু গো-মাতা নয়, আন্টি : বিজেপি নেতা

‘বিদেশ থেকে আনা গরু ‘হাম্বা’ আওয়াজ করে না। যে ‘হাম্বা’ ডাকে না, সে গোমাতা নয়, ওটা আন্টি, আন্টির পুজো করে দেশের কল্যাণ হবে না’

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “বিদেশ থেকে যে গরু আনা হয়, তা ‘হাম্বা’ আওয়াজ করে না। যে ‘হাম্বা’ ডাকে না, সে গরু গোমাতা নয়, ওটা আন্টি। আন্টির পুজো করে দেশের কল্যাণ হবে না।”

সোমবার (৪ নভেম্বর) বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ এবং গাভীকল্যাণ সমিতি’র সভায়  এ কথা বলেন তিনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

এসময় গরুর দুধে সোনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়।” এ বক্তব্যের কারণ বিশ্লেষণ করে তিনি বলেন, “দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়।”

এর আগে উত্তরাখণ্ডের বিজেপি মন্ত্রী রেখা আর্য দাবি করেছিলেন, ‘‘গরুই একমাত্র পশু, যে শ্বাস গ্রহণের সময় শুধু অক্সিজেন গ্রহণ করে না, প্রশ্বাসের সঙ্গে তা পরিবেশে ফিরিয়েও দেয়।”  বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা বলেন, “তিনি স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন। গোমূত্র পান করে আর পঞ্চগব্য গ্রহণ করে নিজেকে সারিয়ে তুলেছেন। ”

আনন্দবাজারের ওই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিকাশ বিশ্ববিদ্যালয়ের ডিন তরুণকুমার মাইতিকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘‘গরুর দুধে অনেক কিছুই থাকে। তবে সোনা আছে বলে শুনিনি।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস’-এর কর্মকর্তা তড়িৎ রায়চৌধুরী বলেন, ‘‘পৃথিবীর কোথাও গরুর দুধের রাসায়নিক বিশ্লেষণে সোনা মিলেছে বলে জানা নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 13 =

Back to top button