Lead Newsজাতীয়

বিদেশ গমনে করোনার সনদ বাধ্যতামূলক

দেশে করোনা পরীক্ষার জালিয়াতিতে বিশ্বে চরম ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের। ইতালি তো বাংলাদেশের সঙ্গে আকাশ পথের যোগাযোগই বিচ্ছিন্ন করেছিল। যদিও সরকারের উদ্যোগে তা ফের চালু হতে যাচ্ছে। আগামী ১ আগস্ট থেকে ইতালির সঙ্গে আকাশ পথের যোগাযোগ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করেছে সরকার। এ জন্য বিদেশগামী যাত্রীদের ১৬টি নির্ধারিত পিসিআর ল্যাব থেকে করোনাভাইরাস পরীক্ষা করাতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খানমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১২ জুলাই অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ নিয়ে বিদেশ গমনের সিদ্ধান্ত গৃহীত হয়। আজ  বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ গমনেচ্ছু যাত্রীদেরকে সরকার ঘোষিত কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নরূপ নির্দেশনাবলী পালন করতে হবে।

১। বিমান যাত্রার ৭২ ঘণ্টার আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;

২। নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;

৩। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;

৪। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;

৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০- টাকা ফি প্রদান করতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত নিম্নে বর্ণিত ১৬ টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:

১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল।

২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম।

৩. কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)।

৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।

৫. ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ঢাকা।

৬. ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা।

৭. ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন, ঢাকা।

৮. নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ।

৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা।

১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া।

১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।

১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।

১৪. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।

১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর।

১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন, বিমানের ওয়েবসাইট : www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =

Back to top button