Lead Newsআন্তর্জাতিক
বিদ্রোহী উপত্যকা পাঞ্জশির অবরোধ করেছে তালেবান
তালেবান বাহিনী ‘বিদ্রোহী’ নিয়ন্ত্রিত পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলেছে। তবে তারা যুদ্ধ না করে আলোচনার মাধ্যমেই ফয়সালা চাচ্ছে বলে জানিয়েছে।
“তালেবান যোদ্ধারা পাঞ্জশিরের কাছাকাছি অবস্থান নিয়ে উপত্যকাটিকে তিন দিক ঘিরে ফেলেছে। তিনি বলেন, তবে ইসলামি আমিরাত শান্তিপূর্ণভাবে এই ইস্যুর সমাধান চায় বলে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটে জানিয়েছেন।
এর আগে তালেবানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তাদের শত শত যোদ্ধা পাঞ্জশির যাচ্ছে। রোববার রাতে সেখানে গোলাগুলির খবরও পাওয়া গেছে।
অন্যদিকে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহি বলেছিলেন, তারা তালেবান বাহিনীকে প্রতিরোধ করবেন। এছাড়া সাবেক মুজাহিদিন কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদও তালেবান বাহিনীকে প্রতিরোধ করার কথা ঘোষণা করেছেন।
সূত্রঃ আল জাজিরা