Lead Newsদেশবাংলা

বিপদসীমার উপরে ১৭ নদীর পানি

বাংলাদেশের ১৭টি নদীর ২৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। নদ-নদীর পানি বাড়ায় মধ্যঞ্চলে বন্যার আরও অবনতি হয়েছে।

এদিকে, উত্তরাঞ্চলসহ অন্যান্য স্থানের পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ।

বিপদসীমার উপর দিয়ে বইছে পদ্মা। পাশাপাশি কয়েকদিনের বৃষ্টিতে রাজবাড়ীতে বন্যার চরম অবনতি হয়েছে। পানিবন্দি অসহায় দিন কাটাচ্ছে জেলার প্রায় ৪৫ হাজার মানুষ। শহররক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে।

শরীয়তপুরে বন্যাকবলিত এলাকায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। শরীয়তপুর-ঢাকা মহাসড়কে পানি উঠায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।  এদিকে, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোরে বন্যার অবনতি হয়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচুস্থানে আশ্রয় নিয়েছেন। কেউবা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। রয়েছে ত্রাণ সংকট।

এ ছাড়া নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনায় পানি কমতে থাকলেও কমেনি দুর্ভোগ। খাদ্য সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এসব এলাকায়।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

Back to top button