জোড়া গোল করলেন, দলকেও জেতালেন। জিতলেন আরো অনক পুরস্কার। তারপরও উয়েফা চ্যাম্পিয়নস লিগে হতাশ হতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তাঁর দল জুভেন্টাস ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে।
ঘরের মাঠে অলিম্পিক লিঁওর বিরুদ্ধে জিতেও উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে জুভেন্টাস। ১০ বছর পর প্রথমবার ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকে ফিরে যেতে হলো সিআর সেভেনকে।
রোনালদোকে দলে নেওয়ার পিছনে জুভেন্টাসের অন্যতম লক্ষ্য ছিল চ্যাম্পিয়নস লিগে সাফল্য পাওয়া। আপাতত দ্বিতীয় মৌসুমে পর্তুগিজ তারকা ইতালিয়ান জায়ান্টদের সে লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হলেন।
লিঁওর বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচে ০-১ গোলে হেরেছিল জুভেন্টাস। এবার নিজেদের মাঠে ২-১ গোলে জয় তুলে নেন রোনালদোরা। ফলে দুই পর্ব মিলিয়ে শেষ ষোলোর ফল দাঁড়ায় ২-২।
ইতালির তুরিনে অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিঁওকে এগিয়ে দেন মেমফিস ডিপে। ৪৩ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় জুভেন্টাস, গোল করেন রোনালদো। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ সমতায়। ৬০ মিনিটে জুভেন্টাসের হয়ে পরের জয়সূচক গোলটিও করেন রোনালদো।
অবশ্য জুভেন্টাস ছিটকে যাওয়ায় মূল্যহীন হয়ে যায় রোনালদোর এমন দুর্দান্ত পারফরম্যান্স। শেষবার রোনালদোকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে দেখা যায়নি ২০০৯-২০১০ মৌসুমে।