Lead News
বিমান বাহিনীর জন্য ৫টি অত্যাধুনিক সি-১৩০ পরিবহন বিমান ক্রয়
বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ৫টি সি-১৩০ জে পরিবহন বিমান কিনছে।
এর মধ্যে প্রথম সি-১৩০ জে বিমানটি যুক্তরাজ্য হতে ফেরি ফ্লাইটের মাধ্যমে ইতোমধ্যে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করেছে।
আইএসপিআর জানায়, বিমান আগমন উপলক্ষে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে রবিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এবং পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।