সাপ দেখলেই আমরা শিউরে উঠি! আর সেই সাপ যদি হয় কোবরা তাহলেতো ভয়ে প্রান যায় যায় অবস্থা! কোবরা মানেই কালো কুচকুচে, কিন্তু কখনো কি লাল কোবরা দেখেছেন? একে তেজী শক্তিশালী কোবরা বলা হয়। তারওপর বিরল রঙ! এরকম সাপের পাল্লায় পড়লে কি মনে হবে আপনার?
সম্প্রতি এই রকমই এক কোবরার পাল্লায় পড়েছে একটি ছোট্ট কুকুর। গাছের ডালে নিজের শরীরকে পেচিয়ে রেখেই ছোট কুকুরের সাথে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে উঠকে দেখা যায় এই লাল কোবরাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এইরকম গা শিওরে উঠো দৃশ্য দেখা যায়। আসলে লাল কোবরা খুব একটা সচরাচর দেখা যায় না তার উপর একটা সাধারন কুকুর যেভাবে ভয়ঙ্কর এই সাপের সাথে লড়াই করেছে তা রোমাঞ্চকর হয়ে উঠেছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে বয়সে অপেক্ষাকৃত অনেক ছোট একটি কুকুর একটি বিরল প্রজাতির লাল কোবরার সাথে পাল্লা দিয়ে লড়াই করছে। কোবরা তার ফনা তুলে ভয় দেখানোর চেষ্টা করলে কুকুরটি রণেভঙ্গ না দিয়ে রীতিমতো নিজের গলার আওয়াজ দিয়ে কোবরাকে ভয় দেখাচ্ছে। ছোট্ট কুকুরের এমন সাহসিকতার প্রমান দেখে তাজ্জব বনে গেছে নেট দুনিয়া।
বিশেষজ্ঞদের মতে এই এই কোবরার রঙের পিছনে তার জিনঘটিত অভাব রয়েছে। এইকারনে কোনো কোনো কোবরা সাদা বর্নেরও হয়ে থাকে।