ক্রিকেট
বিশ্বকাপ খেলতে ওমানে পৌঁছেছে টাইগাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওমানে পৌঁছেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় ভোর ৪টায় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে নির্ধারিত সময়ের পৌনে তিন ঘণ্টা পর রাত দেড়টায় ঢাকা ছাড়ে বাংলাদেশ দল।
একদিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। এরপর কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলনে নামার সুযোগ মিলবে। তিন দিন অনুশীলনের পর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ।
অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে এরপর সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে টাইগাররা। আবুধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। ম্যাচ দুটি হবে ১২ ও ১৪ই অক্টোবর।