বিশ্বজুড়ে করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যুতে শীর্ষে ইন্দোনেশিয়া, শনাক্তে আমেরিকা
গত দেড় বছরেরও বেশি সময় বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। টিকা আবিষ্কার হলেও ভাইরাসটির মিউটেশনের ফলে নতুন নতুন প্রজাতি আক্রান্ত করছে বিশ্ববাসীকে। এতে প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছে বহু সংখ্যক মানুষ।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) বিভিন্ন দেশে আরও নয় হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এই সময়ে মোট শনাক্ত সাড়ে ছয় লাখের ওপর।
দৈনিক মৃত্যুতে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। এদিন প্রায় ১৮ শ’ মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আর ৪১ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসের উপস্থিতি।
২৪ ঘণ্টার হিসেবে মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। শুক্রবার প্রায় ৯ শ’ মানুষের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে দেশটিতে। আর করোনা শনাক্ত হয়েছে ৪০ হাজারের ওপরে। এদিন রাশিয়ায় ৭৯৪ জন আর ভারতে প্রায় ৬ শ’ মানুষের প্রাণ গেছে করোনায়।
অবশ্য গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্তের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে আমেরিকা। আবারও দিনে লাখের কাছাকাছি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের উপস্থিতি। দেশটিতে শুক্রবার মৃত্যুবরণ করে ৪১৭ জন।
এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট প্রাণহানি ৪২ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে।