ক্রিকেটখেলাধুলা

বিশ্ব ক্রিকেটের স্বার্থ ক্ষুণ্ন করছে ভারত: পিসিবি চেয়ারম্যান

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটের জন্যই গুরুত্বপুর্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। ২০১২ সালের পর থেকে কোন দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না চিরপ্রতিদ্বন্দি দুই দেশ ভারত-পাকিস্তান। ২০১২ সালে সর্বশেষ ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছিলো দু’দল। এর আগে সর্বশেষ ইন্দো-পাক টেস্ট সিরিজ হয়েছিল ২০০৭ সালে।

কিন্তু এই দুই চিরপ্রতিন্দ্বন্দির ম্যাচেই সবচেয়ে বেশি আগ্রহ ক্রিকেট মহলের। কিন্তু ভারত-পাকিস্তান সিরিজ থেকে বঞ্চিত হচ্ছে ক্রিকেটপ্রেমিরা। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহমান মানি করেন, ভারত-পাকিস্তান লড়াই থেকে বঞ্চিত হচ্ছে সকলে। এই সিরিজ হলে আন্তর্জাতিক ক্রিকেটই লাভবান হবে।

২০০৮ সালের মুম্বাইয়ের হোটেল তাজ-এ জঙ্গী হামলার পর থেকে রাজনৈতিক কারনে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না পার্শবর্তী দেশ দু’টো। পাকিস্তানের আগ্রহ থাকলেও, দ্বিপাক্ষীক সিরিজের ব্যাপারে কোনো আগ্রহই নেই ভারতের। তবে আইসিসি বা এসিসি টুর্নামেন্ট হলেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পারা যায়।

ভারত-পাকিস্তান সিরিজ না হওয়াটা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ক্ষতি বলে মনে করেন মানি। আর এ জন্য তিনি ভারতকেই দায়ী করেছেন। ভারতের কারণে বিশ্ব ক্রিকেটের বৃহৎ স্বার্থ ক্ষুন্ন হচ্ছে বলে জানান মানি, ‘একটি দেশ তাদের নিজেদের স্বার্থ হাসিলে বিশ্ব ক্রিকেটের বৃহৎ স্বার্থ ক্ষুন্ন করছে। ক্রিকেটের বিশ্বায়নের দায়িত্বটা আমাদের সবার ওপরেই রয়েছে। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। এখানে নিজেদের স্বার্থ দেখা কোনভাবেই উচিৎ নয়। আমাদেরই উচিত এমন গুরুত্বপূর্ণ সিরিজ আয়োজন করা।’

ভারত-পাকিস্তান সিরিজ হলে তা আন্তর্জাতিক ক্রিকেটের লাভবান হবে বলে জানান মানি।

তিনি বলেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ বিশ্বে সবচেয়ে বেশি মানুষ উপভোগ করে। অথচ ভারত সরকারের কারণে আইসিসি ও এসিসি টুর্নামেন্ট ছাড়া দুই চিরপ্রতিন্দ্বন্দির খেলা এখন বন্ধ। ভারত-পাকিস্তানের লড়াই হলে আন্তর্জাতিক ক্রিকেটই সবচেয়ে বেশি লাভবান হতো। কিন্তু আমরা নিজেদের পরিকল্পনায় ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি রাখতেই পারি না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fourteen =

Back to top button