বৈরুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের চার দিন পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। প্রায় পাঁচ হাজার সরকার বিরোধী শনিবার রাস্তায় নেমে আসে।
তারা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বলে রয়টার্স জানায়।
বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেয়। তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।
মঙ্গলবারের বিস্ফোরণের পরে দেশটির শাসক শ্রেণি প্রবল জন-অসন্তোষের মুখে পড়ে। বিস্ফোরণের ঘটনায় ১৫৪ জনের মৃত্যু হয়েছে এবং রাজধানীর বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
রাজধানীর কেন্দ্রস্থলে বন্দরের গোডাউনে বছরের পর বছর বিপজ্জনক অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ থাকার ঘটনাকে অনেক লেবানিজ মনে করেন, এ জন্য রাজনৈতিক সিস্টেম দায়ী।
এমনকি প্রেসিডেন্ট মিশেল আউন শুক্রবার রাজনৈতিক ব্যবস্থাকে ‘প্রতিবন্ধী’ হিসেবে স্বীকার করে বলেছেন, এই রাজনৈতিক ব্যবস্থা পুনর্বিবেচনা করা দরকার।
তিনি এ ঘটনার ‘দ্রুত বিচারের’ অঙ্গীকার করলেও আন্তর্জাতিক তদন্তের দাবি প্রত্যাখান করেন।