মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আজকে প্রতিবেশী দেশ ভারতের থেকে অনেক কিছুতেই আমরা এগিয়ে যাচ্ছি, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি গ্রামে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের নেত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সুফল থেকে টাঙ্গাইলবাসী বঞ্চিত হয়নি। সেই আলোয় আলোকিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু তাই নয় এই যে মহামারী কোভিট তার দিক নির্দেশনায় আমাদেরকে পথ হারাতে হয়নি আমরা চলছি এগিয়ে চলছি। এগিয়ে যাব।
এসময় মন্ত্রী আরও বলেন, সাবেক এমপি মরহুম মতিউর প্রতি ঘাটাইলবাসীর যে ভালবাসা রয়েছে তা আমি এসে দেখলাম। আজকে আমিও তার প্রতি শ্রেদ্ধা জানানের জন্য এসেছি। আপনারা যে তাকে এতো ভালবাসেন তার নির্দেশন আমি এসে দেখে গেলাম। আপনারা যে এখনও তাকে ভুলেননি সেটাও আমি দেখে গেলাম।
এর আগে মন্ত্রী টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা: মতিউর রহমানের করব জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।