ভারতের নতুন অধিনায়ক রোহিত, দল থেকেই বাদ কোহলি
প্রত্যাশা মতো রোহিত শর্মাকে ভারতীয় টি২০ দলের নতুন অধিনায়ক ঘোষণা করল বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন দলকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলীকে।
আগামী ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু ভারতের। মঙ্গলবার সেই সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই জানিয়ে দেয়া হয়েছে, নেতৃত্ব দেবেন রোহিত। সহ-অধিনায়ক হিসাবে লোকেশ রাহুলের নাম ঘোষণা করা হয়েছে। দলে রাখা হয়নি কোহলীকে। রুতুরাজ গায়কোয়াড়, বেঙ্কটেশ আয়ার, আবেশ খান, হর্ষল পটেলের মতো তরুণদের জায়গা হয়েছে দলে। বিশ্বকাপে দলে না থাকা যুজবেন্দ্র চহালকেও দলে ফেরানো হয়েছে। যদিও শিখর ধাওয়ানের জায়গা হয়নি দলে।
টি২০ বিশ্বকাপের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট জানিয়েছিলেন, তার পরে অধিনায়ক হিসাবে রোহিতকেই তার পছন্দ। কোহলীর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণার পরে সাবেক ক্রিকেটাররাও রোহিতকেই পরবর্তী অধিনায়ক করার পক্ষে নিজেদের ভোট দেন। তাদের যুক্তি ছিল, আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে পাঁচ বার ট্রফি জিতেছেন রোহিত। তাই তিনিই কোহলীর যোগ্য উত্তরসূরি হতে পারবেন। অভিজ্ঞ রোহিতের উপরেই আস্থা দেখাল বোর্ড।
ঘোষিত ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, বেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চহাল, আবেশ খান, হর্ষল পটেল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিশন, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, মহম্মদ সিরাজ।