ভারতে নতুন জোট; বিজেপিকে উৎখাত করতে ঐক্যবদ্ধ যুদ্ধের ডাক
ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে যাত্রা শুরু হলো মহাজোটের। যার কেতাবি নাম বক্তারা বললেন, সংযুক্ত মোর্চা। আসন্ন বিধানসভা ভোটে বাম, কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোট গড়ে লড়বে। ব্রিগেডে বাম, কংগ্রেস এবং আইএসএফ নেতারা কেন্দ্রে মোদি ও রাজ্যে মমতা বন্দোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন। বামদের সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, কংগ্রেসের অধীর চৌধুরীর থেকেও সরব বেশি ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী।
তিনি ৩০টি আসন ছাড়ার জন্য বামদের বিশেষ করে সিপিএম নেতা বিমান বসু, মোহাম্মদ সেলিমকে যেমন ধন্যবাদ জানান, তেমনই আশা করেন- আসন কংগ্রেসের পক্ষেও প্রতিবন্ধকতার কারণ হবে না। আব্বাস বলেন, মোদির বি টিম হচ্ছেন মমতা, তৃণমূল – বিজেপিকে উৎখাত করতে ঐক্যবদ্ধ যুদ্ধের ডাক দেন। বলেন, ব্রিগেড থেকেই লড়াইয়ের সূত্রপাত হলো। অধীর চৌধুরীও ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেন। আজ ব্রিগ্রেডের ময়দান ছিল লোকে লোকারণ্য।
।