ভেষজ উদ্ভিদ দুধস্বর সেবনে মিলছে করোনা মুক্তি
বৈজ্ঞানিক ভাষায় ইউফোরবিয়া নেরিফোলিয়া লিন আর গ্রাম অঞ্চলে পরিচিত ‘দুধস্বর’ নামে। রাজশাহীতে এ পাতার রস খেয়ে মিলছে করোনা থেকে মুক্তি। এমন দাবি করেছেন, কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. এনায়েত আলী প্রামাণিক। তার গবেষণা বলছে এ পাতার রস খেয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত অনেকেই সুস্থ হয়েছে। এমন খবরে এ পাতা সংগ্রহ করছে অনেকে।
রাজশাহীতে করোনা ভাইরাসের ধরণ বিশ্লেষণ করে ‘দুধস্বর’ নামে পরিচিত এক ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানী ড. এনায়েত আলী প্রামাণিক। বৈজ্ঞানিকভাবে ‘ইউফোরবিয়া নেরিফোলিয়া লিন’ গাছের পাতাটি মরণব্যাধি করোনা থেকে বাঁচতে প্রতিরোধক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
করোনা পজিটিভ হওয়ার পর প্রায় ২ হাজারের বেশি মানুষ এ পাতার রস সেবনে সুস্থ হয়েছে। সুস্থরাও পাতার রস সেবনে উপকার পাচ্ছে। তাই প্রতিদিনই দলে দলে মানুষ আসছে এ গাছের পাতা নিতে। রোপণের জন্যও গাছের ডাল নিয়ে যাচ্ছে অনেকে।
সাধারণ মানুষ বলেন, পাতাটি খাওয়ার পর কাশি আর শ্বাস কষ্ট কমে যায়। এই পোতা খাওয়াতে আমার কোন ক্ষতি হয়নি।
এ বিষয়ে রাজশাহী বরেন্দ্র কেন্দ্রের বিএআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এনায়েত আলী প্রামাণিক বলেন, শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিৎসায় ‘দুধস্বর’ উদ্ভিদ ব্যবহার হচ্ছে বহুকাল থেকেই। ভালো ভাবে ধুয়ে দৈনিক ২ থেকে ৩ টি পাতার রস চিবিয়ে প্রতি দিন ২ থেকে ৩ বার খেতে হবে। পুরোপুরি আরোগ্য না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।
এদিকে ডিম্বাকৃতির পাতাটির বোটার নিচে কাণ্ডের সঙ্গে দুটি কাঁটা থাকবে। উদ্ভিদটি নিয়ে আরও গবেষণার পরামর্শ সচেতন মহলের।