করোনাভাইরাসবিবিধ

ভয়ে এগিয়ে এলো না কেউ, লাশ দাফন করলেন ছাত্রলীগ নেতারা

নেত্রকোনায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা ও লাশ দাফনে পরিবারের লোকজন এগিয়ে না আসলেও ওরা ১১ জন এগিয়ে এসেছে। আলেম ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকওয়া ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী দলের ১১ জন এ কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে।

তাদের এমন উদ্যোগে মোহনগঞ্জ-বারহাট্টা উপজেলার প্রশাসন ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বুধবার বিকেলে আলোকদিয়া দারুল উলুম মাদরাসার একটি কক্ষে তাকওয়া ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে হাফেজ মাওলানা ইলিয়াস আহম্মেদকে জিম্মাদার করে ১০জন সেচ্ছাসেবী এ সংগঠনে যুক্ত হয়েছেন।

সেচ্ছাসেবীরা হলেন, বারহাট্টা উপজেলার হাফেজ মাওলানা ইলিয়াস আহম্মেদ, মুফতি জিয়াউর রহমান, ক্বারী সা’দ হাসান, নূরুল্লারচর ও শিক্ষার্থী মো. আরমান হুসাইন বাক্কী। আর মোহনগঞ্জ উপজেলার হাফেজ নাজিম উদ্দিন, মাওলানা শুয়াইব বিন মুজিব, মুফতি নুরুজ্জামান, হাফেজ আব্দুল কাদির, হাফেজ ইলিয়াস জনি ও  মো. মাসুদ রানা।

তাকওয়া ফাউন্ডেশনের জিম্মাদার হাফেজ মাওলানা ইলিয়াস আহম্মেদ বলেন, মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যদি কোনো নর-নারী ইন্তেকাল করেন। তখন খবর দিলে আমরা মৃতের জানাজা ও দাফন কার্য সম্পন্নে ব্যবস্থা করব–ইনশাল্লাহ।

এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলার ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, তাকওয়া ফাউন্ডেশনের একটি দল বৃহস্পতিবার সকালে সাক্ষাত করেছে। তারা স্বেচ্ছায় করোনায় মৃতের জানাজা ও দাফনের কাজটি করতে আগ্রহ দেখিয়েছে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি তাদের সাহায্য নেয়া হবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − one =

Back to top button