মধ্যরাতে করোনা রোগীকে মারধর করে বের করে দিল বাড়িওয়ালা ও প্রতিবেশী
করোনাভাইরাসে আক্রান্ত নাজমুল ইসলাম (২২) নামে এক রোগীকে বাড়ি থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিকসহ এলাকার কিছু ব্যক্তির বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বুধবার রাত সাড়ে এগারটার দিকে বাগবাড়ি এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।
নাজমুল ময়মনসিংহের আবু সিদ্দিকের ছেলে। রূপসী বাগবাড়ি এলাকার নূর হোসেনের বাড়িতে তিনি ভাড়া থেকে স্থানীয় সিটি গ্রুপে চাকরি করার পাশাপাশি পড়াশোনা করেন।
ভুক্তভোগীর মামা সিরাজুল ইসলাম বলেন, নাজমুলের জ্বর, সর্দি দেখা দিলে রোববার উপজেলার স্বাস্থ্য বিভাগে তার নমুনা দিয়ে আসি। বুধবার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে সে বাসাতেই ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর বাড়ির মালিকসহ এলাকার কিছু লোকজন লাঠিসোটা নিয়ে এসে ভয়-ভীতি দেখিয়ে জোর করে তাকে বাড়ি থেকে বের করে দেয়।
তিনি আরও জানান, ওই অবস্থায় মীরবাড়ি মসজিদের কাছে দাঁড়িয়ে থাকেন নাজমুল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন, বিষয়টি তাকে ফোনে জানানো হয়। ওই চিকিৎসক স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নাজমুলকে উদ্ধার করে ওই বাড়িতে রেখে আসে এবং বাড়ির মালিককে ঝামেলা না করার নির্দেশ দেয়।
রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম জানান, মারধরের ঘটনা ঘটেনি; তবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চিকিৎসক এবং পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ওই ছেলের সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, নাজমুল আমাদের পরামর্শেই বাসায় ছিলেন। এত রাতে একজন মানুষকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়া অমানবিক। ওই ছেলে ওই বাড়িতেই থাকবেন। তাকে যদি সেখান থেকে হাসপাতাল বা অন্য কোথাও নিতে হয়, সেটি আমরা নেব। তাছাড়া এভাবে একজন করোনা রোগীকে বের করে দেওয়া মানে অন্যকে সংক্রমিত করা।
ইউএনও আরও বলেন, যে ব্যক্তি বা যারা তাকে বাসা থেকে বের করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিয়েছি। রোগীকে ওই বাসাতেই রেখে আসা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রাতে ওই রোগীর সঙ্গে কোনো ঝামেলা করা হলে বাড়িওয়ালাসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।