আন্তর্জাতিকধর্ম ও জীবন
মসজিদের দরজা থেকে কালিমা তায়্যিবা মুছে দিল চীন সরকার
চীন সরকার জিনজিয়াং প্রদেশের ঈদগাহ জামে মসজিদের সদর দরজার ওপর খচিত ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্যদ্বয় মুছে দিয়েছে।
বার্তা সংস্থা ইকনা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খবরটি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশের টুইটার ইউজাররা মসজিদের দরজা থেকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্যদ্বয় মুছে দেয়ার ছবি রিটুইট করে চীন সরকারের এহেন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
প্রসঙ্গত, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশে বসবাস করে উইঘুর মুসলমানরা। চীনে বসবাসরত মুসলমানদের সংখ্যা ৪ কোটির অধিক।
সাম্প্রতিককালে মুসলমানদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করেছে দেশটির কম্যুনিস্ট সরকার।