ফান্সে সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসূল (সা:) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১টার দিকে শহরের খালপাড়ের রফিক চত্তরে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এসময় স্থানীয় দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী আশিকুর রহমান, আলিফ হাসান অমিয়, সিয়াম শিকদার, সাইদুর রহমান তারিক, ফজলে নাবিদ অনন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফান্সে সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারা বিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবিতে মৌলভীবাজারে উলামা পরিষদ সমাবেশ ও বিক্ষোভ করেছে।
দূপুর সাড়ে ১২ ঘটিকায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বারী ধর্মপুরীর সভাপতিত্বে বক্তব্য এতে রাখেন রায়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন, বরুনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদি, দারুল উলুম টাইটেল মাদ্রাসার মুফতি সামছুজুহা, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়াম্যান মাওলানা আহমেদ বেলাল সহ অন্যন্যরা।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে মহানবীকে অবমাননা কারীদের ফাঁসির দাবীতে স্লোগান ও নানা প্লেকার্ড প্রদর্শন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।