শিল্প ও বাণিজ্য

মহামারির মধ্যেও অ্যাপল এখন দুই ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান

শেয়ারবাজারে এখন দুই ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। বাজারমূল্যে যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এ মাইলফলকের নাগাল পেল প্রতিষ্ঠানটি। এর আগে শেয়ারবাজারে যুক্তরাষ্ট্রে প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি হওয়ার মাত্র দুবছরের মধ্যেই দুই ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাল অ্যাপল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

বিবিসি বলছে, গতকাল বুধবার ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪৭৬ দশমিক ৭৮ ডলারে পৌঁছায় অ্যাপলের শেয়ারের মূল্য। এর ফলেই দুই ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানের তালিকায় নাম লেখায় অ্যাপল।

এর আগে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে দুই ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছেছিল সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকো। গত ডিসেম্বরে দুই ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি। তবে চলতি বছরের শুরু থেকে করোনা মহামারির কারণে বিশ্বে জ্বালানির চাহিদা কমে যাওয়ায় আরামকোর শেয়ারের দরও নেমে যেতে থাকে।

করোনা মহামারিতে বিশ্ববাজারে যেভাবে মন্দা চলছিল, সে তুলনায় প্রযুক্তি কোম্পানিগুলোকে খুব একটা ভুগতে হয়নি। আর এর মধ্যে অ্যাপল দেখিয়ে দিল, এমন পরিস্থিতিতে কীভাবে সেরাটা দিতে হয়।

তবে করোনা মহামারির কারণে গত মার্চে অ্যাপলের বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। পরে গত ২৩ মার্চ মার্কিন শেয়ারবাজার সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। এরপর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিলে অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যালফাবেট ও ফেসবুকের  শেয়ারের দাম বৃদ্ধি পেতে শুরু করে।

এদিকে, বাজারমূল্যে যুক্তরাষ্ট্রে অ্যাপলের পরের অবস্থানেই রয়েছে অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান আমাজন। আমাজনের বর্তমান বাজারমূল্য ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =

Back to top button