মাত্র ৮ টাকা কেজি পেঁয়াজ, কৃষকের বুকফাটা কান্না
সরকার গঠন নিয়ে মহারাষ্টের রাজনীতিতে যখন টানটান উত্তেজনা চলছে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজ্যের একজন কৃষকের কান্নার ভিডিও। ইন্ডিয়া টুডের এক খবর থেকে জানা গেছে, দিল্লিতে যখন প্রতি কেজি ৯৯ টাকায় বিক্রি হচ্ছে, সেই সময় ওই কৃষক নিজের চাষ করা পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন ৮ টাকা কেজি দরে।
আনন্দবাজার পত্রিকার খবর থেকে জানা গেছে, পেঁয়াজের দাম না পেয়ে আগামী দিনে সংসার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে ওই কৃষকের। সেই আশঙ্কাতেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।
প্রতি মুহূর্তে বদলাচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক চেহারা। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, সরকার গড়তে আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত এনসিপি-কে ডেডলাইন দিয়েছেন রাজ্যপাল। সেই ডেডলাইন পেরনোর আগেই জানা যাচ্ছে, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন রাজ্যপাল। যা ঘিরে ‘মহা’টানাপোড়েন নয়া মোড় নিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
রাজনৈতিক এই টানাপোড়েনের মধ্যেই ১০ নভেম্বর (রবিবার) নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কান্নারত একজন কৃষকের ভিডিও শেয়ার করেছেন কংগ্রেস নেতা সুনীল আহিরে।
টুইটার পোস্টে সুনীল জানিয়েছেন, আহমেদনগরের ওই কৃষক বাজারে পেঁয়াজের দাম পেয়েছেন প্রতি কেজিতে মাত্র আট টাকা! ওই দরে নিজের খেতের পেঁয়াজ বিক্রি করে তিনি যে টাকা রোজগার করেছেন তা দিয়ে কী ভাবে শ্রমিকদের মজুরি মেটাবেন, আর সংসার চালাবেন তা নিয়েই চিন্তিত তিনি। সে জন্যই কাঁদতে দেখা যাচ্ছে তাকে।
ভিডিওতে দেখা যায়, কেঁদে কেঁদে তিনি বলছেন, ‘‘আট টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হল। শ্রমিকদের মজুরি কোথা থেকে দেব? ঘরের লোকেদের কী খাওয়াব? ছেলেদের কী খাওয়াব?’’ সরকার গড়তেই ব্যস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশেও তোপ দেগেছেন ওই কৃষক। বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়চ্ছে সবাই। তারা জানে না আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।’