Lead Newsআন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধে যুক্তরাষ্ট্রের বিচার দাবি উত্তর কোরিয়ার

আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে গত ২০ বছর ধরে মার্কিন বাহিনী যে দখলদারিত্ব কায়েম করেছে এবং অপরাধযজ্ঞ চালিয়েছে তার বিচার দাবি করেছে উত্তর কোরিয়া।

দেশটি বলেছে, মার্কিন সেনারা আফগানিস্তানে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা সরাসরি মানবতাবিরোধী অপরাধ।

গতকাল রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে গণভাবে ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালানোর জন্য আমেরিকার বিরুদ্ধে ন্যায্য বিচারের পদক্ষেপ নিতে বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে দাবি উঠেছে।

আফগানিস্তানে এসব অপরাধযজ্ঞ চালানোর জন্য দায়ী মূল ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলেছে, ন্যায়বিচার এবং মানবাধিকার রক্ষার ধোয়া তুলে আমেরিকা বিশ্বের বিভিন্ন অংশে এ ধরনের হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞ চালিয়ে আসছে।”

সূত্রঃ পার্সটুডে

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Back to top button