Lead Newsআন্তর্জাতিক

মার্কিন নির্বাচনঃ শেষ পর্যন্ত বিজয়ীর বেশে হোয়াইট হাউজে প্রত্যয়ী বাইডেন

নানা নাটকীয়তার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্বকে চমকে দিয়ে ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। হোয়াইট হাউজের নতুন বাসিন্দা প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর পরিবার। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। দ্বিতীয় বার আর হোয়াইট হাউসের দখল নেওয়া হল না ট্রাম্পের।গোটা বিশ্ব এখন তাকিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্টের দিকে।

রীতিমতো রেকর্ড গড়েই হোয়াইট হাউজে যাওয়ার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন বাইডেন। টানটান ভোটযুদ্ধ শেষে অবশেষে বাইডেনই অতিক্রম করেছেন জয়ের সেই কাঙ্ক্ষিত ম্যাজিক ফিগার ২৭০। ভোটের দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে পেছনে রেখে ২৮৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে হোয়াইট হাউস নিজের করে নিলেন দুইবারের ভাইস প্রেসিডেন্ট এ প্রবীণ রাজনীতিবিদ। এদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট। ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেন অভিজ্ঞ ‘বাইডেনের রাজনীতির’ কাছে। ১৯৯০ সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পারেননি।

গত ৩ নভেম্বরের ভোট গ্রহণ শেষে এ কয়েকদিন চলে ভোট গণনা। জো বাইডেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪টি পেয়ে। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪টি।

কয়েকটি অঙ্গরাজ্যের পূর্ণাঙ্গ ফলাফল বাকি ছিল। জর্জিয়া, নেভাদা, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলিনা। এরমধ্যে শুধু নেভাদাতে বা বাকি চারটি রাজ্যের যেকোনো একটিতে জয় পেলেই হোয়াইট হাউস দৌড়ে সফল হওয়ার কথা ছিল জো বাইডেনের। অবশ্য তার সে পথ সহজ হয়ে গেছে ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। নেভাদা ও অ্যারিজোনায় অনেক আগেই এগিয়ে ছিলেন। এগিয়ে যান জর্জিয়ায়ও। এরপর রিপাবলিকান ঘাঁটি পেনসিলভেনিয়াতেও। বাইডেনের এগিয়ে যাওয়া আর থামেনি।

১৯০০ সালের পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট নির্বাচনে এত ভোট পড়েছে। এ নির্বাচনে জো বাইডেন এ পর্যন্ত পেয়েছেন ৭ কোটি ৩০ লাখ ভোট। ট্রাম্প পেয়েছেন প্রায় ৭ কোটি।

নির্বাচনে জয়ের সাথে সর্বোচ্চ ভোট পাওয়ারও অনন্য রেকর্ড গড়েছেন বাইডেন। এ রেকর্ড গড়ার পথে জো বাইডেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাকা ওবামাকে ছাড়িয়ে গেছেন। বাইডেনের সাবেক বস ওবামা ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচনে লড়ে প্রায় ৬ কোটি ৯৫ লাখ মার্কিনের সমর্থন পেয়েছিলেন, যা এতদিন রেকর্ড হয়ে ছিল।

শতাংশীয় হিসাবেও জো বাইডেন ভোট পাওয়ার দিক থেকে সব পূর্বানুমান ছাড়িয়ে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট যত ভোট গণনা হয়েছে, তার ৫০ দশমিক ৪ শতাংশ গেছে বাইডেনের ঝুলিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =

Back to top button