Lead Newsফুটবল

মালদ্বীপে ঐতিহাসিক জয় পেলো বসুন্ধরা কিংস

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্য এক দল। শীর্ষ লিগে নাম লিখিয়ে তারা ইতোমধ্যে জিতে নিয়েছে ৫টি ট্রফি। এবার আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখালো কয়দিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটি।

এএফসি কাপে আগেই অভিষেক হয়েছে তাদের। বাতিল হওয়া এএফসি কাপের অভিষেক ম্যাচেই ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মালদ্বীপরে ক্লাব টিসি স্পোর্টকে। এবার দেশের বাইরের অভিষেক ম্যাচেও দুর্দান্ত বসুন্ধরা কিংস। সেই মালদ্বীপের আরেক দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে তাদের মাঠেই বসুন্ধরা কিংস হারিয়েছে ২-০ গোলে।

বুধবার রাতে মালদ্বীপের মালের রাসমি ধান্দু স্টেডিয়ামে যোগ্যতর দল হিসেবেই ম্যাচ জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। বিদেশের মাটিতে তাদের ঐতিহাসিক এ জয়ে অবদান রেখেছন তাদের দুই বিদেশি আর্জেন্টিনার রাউল অস্কার বেসেরা এবং ব্রাজিলের রবসন রবিনহো।

রাউল অস্কার যাতে বল ধরতে না পারে সে চেষ্টা করতে গিয়ে ২৫ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়েছেন স্বাগতিক দলের মোহামেদ ইরুফান। বিপদমুক্ত করতে তিনি দুর থেকে যে শট নেন তা জালে জড়িয়ে যায় গোলরক্ষকের উপর দিয়ে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 3 =

Back to top button