মিথিলা নতুন পরিচয় ‘মিসেস রশিদ মুখার্জি’
কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির ঘরনি হলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অবশ্য আগেই জানিয়েছিলেন, আত্মীয়, নিকটজন ব্যতীত আর কেউ থাকছেন না জীবনের নতুন ইনিংসের শুরুতে।
তবে মেনুতে ঠিকই ছিল পদ্মার মুখরোচক ইলিশ। আর বিয়ের পর মিথিলার নামের সঙ্গে ‘মুখার্জি’ শব্দটি এবার যোগ হলো।
৬ ডিসেম্বর সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেন সৃজিত-মিথিলা। এ দিন কালো পাঞ্জাবির সঙ্গে লাল জহরকোট গায়ে চাপিয়েছিলেন সৃজিত। আর মিথিলার পরনে ছিল বাংলার ঐতিহ্যবাহী জামদানি, কপালে ছিল ছোট্ট টিপ। কানে-গলায় ছিল গহনা। এই বিশেষ দিনে মিথিলা পাশে পেয়েছেন মেয়ে আইরাকেও। সৃজিত ও মিথিলার মধ্যমণি হয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ছবিও তুলেছে সে।
মন দেওয়া-নেওয়ার পর্ব শেষে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন। আজশনিবার দুজনে উড়াল দেবেন সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে। বলাই বাহুল্য, নয়নাভিরাম জেনেভাতেই মধুচন্দ্রিমা সেরে ফেলবেন তাঁরা।
আর যাওয়ার আগে দুজনার হাতের ওপর হাত রাখার ছবি শেয়ার করলেন মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ছবিতে চিরাচরিত ভঙ্গিতে মেহেদিরাঙা অবস্থায় দেখা যায় মিথিলার হাত। এ পাশে থাকা সৃজিতের আঙুলে ছিল আংটি। মিথিলার হাতেও আংটি দেখা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, মিথিলার সঙ্গে সৃজিতের পরিচয় বেশ কয়েক বছরের। প্রথমে অবশ্য বন্ধুত্ব দিয়ে যাত্রা শুরু। ধীরে ধীরে প্রেমের পথে পা বাড়ান তিনি।
বেশ কয়েক মাস ধরেই তাঁদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। খবর রটেছিল, আগামী বছরের মার্চে বিয়ে করতে যাচ্ছেন তাঁরা। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের কাজটা সেরেই ফেললেন তাঁরা।