মিন্নির ষড়যন্ত্রেই রিফাতকে হত্যা করা হয়েছেঃ রাষ্ট্রপক্ষের আইনজীবী
দেশব্যাপী বহুল আলোচিত বরগুনার রিফাত শরিফ হত্যাকাণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন মিন্নির ষড়যন্ত্রের কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে।
মিন্নি নয়নের সঙ্গে বিয়ে গোপন করে রিফাতকে বিয়ে করেছিল। একজন নারী একটি বিবাহ বলবৎ থাকা অবস্থায় কোন পুরুষকে বিবাহ করতে পারে না। দুই পুরুষ যখন একত্রে ছিল তখন সে হত্যার ষড়যন্ত্র করেছিল।
তিনি আরও বলেন, ২৬ জুন যে হত্যাকাণ্ড হয়েছে তার শুরু থেকেই আমরা বলেছি এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিক মিন্নি।
আদালতে মিন্নির দোষ প্রমাণিত হবার বিষয়ে তিনি আরো বলেন, আদালতই অবজারভেশন দিয়েছে, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল মিন্নি। মিন্নি না থাকলে এই হত্যাকাণ্ড হতো না। আদালতের অবজারভেশনই এটা ছিল যে মিন্নির কারণেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।
দণ্ড প্রদানের পরপরই আদালত মিন্নিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।