Lead Newsআন্তর্জাতিক

মিসরে তিন হাজার বছরের পুরনো অক্ষত কফিনের সন্ধান

মিসরের লুক্সোর শহরে মমিসহ ৩০টি প্রাচীন কাঠের কফিন পাওয়া গেছে। গত এক শতাব্দীতে সবচেয়ে বেশি কফিন উদ্ধারের ঘটনা এটিই।

দেশটির প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে।

এতে বলা হয়েছে, লুক্সোরের পশ্চিম তীরে আল-আসাসিফ সমাধিক্ষেত্রে একসঙ্গে পাওয়া গেছে কাঠের রঙিন এসব কফিন। এগুলোর ভেতর আছে নারী, পুরুষ ও শিশুদের মমি।

এখনো অক্ষত অবস্থায় রয়েছে কফিনগুলো। এমন কি এর গায়ে যে অলঙ্করণ করা হয়েছে বা নকশা আঁকা আছে, তা বিন্দুমাত্র নষ্ট হয় নি।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, কফিনগুলো তিন হাজার বছরের পুরোনো বলে জানানো হয়েছে।

মিসরের প্রত্নতত্ত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, মমিগুলো নারী, পুরুষ ধর্মগুরু এবং শিশুদের। কফিনের গায়ে উল্লিখিত তারিখ অনুযায়ী, তা ২২তম ফারাওনিক রাজবংশের।

এ রাজবংশের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দীতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − three =

Back to top button