মুখোশধারী ভদ্রলোকদের খুঁজতে পরীমনির রিমান্ড প্রয়োজনঃ ৪ দিনের রিমান্ড মঞ্জুর
পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু মনে করেন, দেশে যারা ভদ্র মুখোশধারী রয়েছে তাদের খুঁজে বের করতে পরীমণিকে ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আসামি পরীমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২ লাখ ১১ হাজার ৫০০ টাকা। এই মাদক কোথা থেকে আসল? তার উৎস কী? কে এই মাদক পাঠাল? মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রিমান্ড শুনানিতে অংশ নিয়ে আবদুল্লাহ আবু এসব কথা বলেন।
শুনানিতে তিনি আরও বলেন, যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার, সেখানে পরীমণির বাসায় সর্বনাশা মাদক পাওয়া গেছে। দেশে যারা ভদ্র মুখোশধারী রয়েছেন তাদের খুঁজে বের করতে এ আসামিকে তদন্তকারী কর্মকর্তার আবেদনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।