তামিম ইকবালের লাইভ আড্ডা মানেই হাস্যরসে ভরপুর কিছু মজার সময়। শনিবার রাতে দেশসেরা ওপেনারের লাইভ আড্ডায় অতিথি হিসেবে ছিলেন জাতীয় দলের তিন সতীর্থ মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানেই মুশফিক ও রিয়াদের অনাগত শিশুর নাম রেখেছেন মাশরাফী।
আড্ডার এক পর্যায়ে মাশরাফী বলেন, ‘বাইন্টা দা তোমার কাছে একটা রিকুয়েস্ট আছে। ভাইস্তা একটা আসতেসে আশা করতেসি। তো এইটার নাম কিন্তু লকডাউন রাখতে হবে।’
ভায়রা ভাইয়ের সন্তানের এমন নাম মেনে নিতে না পেরে প্রতিবাদ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘আপনি রাইখা দেন না। এতো ইয়ে লাগতেসে আপনি রাইখা দেন।’
তখন রিয়াদকেও ছাড়েননি ম্যাশ। তাকে উদ্দেশ্য করে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আর রিয়াদ তোরটার নাম রাখতেসি লকওপেন।’
অবশ্য নামগুলো নিছক মজা করেই দিয়েছেন মাশরাফী। এতে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই আরেকবার উঠে এসেছে।