কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিজেদের জন্য হুমকি মনে করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হওয়ার আগে বুধবার তিনি এমনই মন্তব্য করেন।
এর আগে, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ভালো খেললেও মুস্তাফিজের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
আগামীকাল বৃহস্পতিবার থেকে ইন্দোরে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট। সেই ম্যাচে মাঠে নামার আগে বুধবার মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন করা হয় কোহলিকে। তখনই কোহলি কাটার মাস্টারের অতীত পারফরম্যান্সের দিকে ইঙ্গিত করে নিজেদের জন্য মুস্তাফিজকে হুমকি হিসেবে দেখান।