ক্রিকেটখেলাধুলা

মুস্তাফিজ-লিটন ঝলকে জিতল চট্টগ্রাম

৮৭ রানের ছোট লক্ষ্য, জবাব দিতে নেমে খুব বেশি সময় নেননি গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যানরা। দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসের দারুণ ব্যাটিংয়ে জেমকন খুলনার বিপক্ষে নয় উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে মোহাম্মদ মিঠুনের চট্টগ্রাম।

আজ শনিবার টস হেরে আগে ব্যাট করে ১৭.৫ ওভারে ৮৬ রানে অলআউট হয় খুলনা। জবাব দিতে নেমে ১৩.৪ ওভারেই জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।

রান তাড়া করতে নেমে উড়ন্ত শুরু করেন চট্টগ্রামের দুই ওপেনার লিটন ও সৌম্য। ওপেনিং জুটিতেই দুজন মিলে তোলেন ৭৩ রান। ১১তম ওভারে সৌম্য ফিরলে ভাঙে চট্টগ্রামের ওপেনিং জুটি। ২৯ বলে ২৬ রান করে ফেরেন সৌম্য।

বাঁহাতি ওপেনারের ফেরার পর মুমিনুল হককে নিয়ে বাকি কাজ সেরেছেন লিটন। শেষ পর্যন্ত ১৩.৪ ওভারে জয় তুলে নেয় চট্টগ্রাম। ইনিংস শেষে ৫৩ রানে অপরাজিত ছিলেন লিটন। ৪৬ বলে তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি। এর মধ্যে ৪২ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন ডানহাতি ওপেনার। 

এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৬ রানেই ইনিংস গুটিয়ে গেছে জেমকন খুলনা। বল হাতে দাপট দেখিয়েছেন চট্টগ্রামের বোলার মুস্তাফিজুর রহমান। ৩.৫ ওভার বোলিং করে মাত্র ৫ রান দিয়েছেন মুস্তাফিজ। তুলে নিয়েছেন চার উইকেট। মুস্তাফিজ ছাড়াও দারুণ বল করেছেন তাইজুল ইসলাম ও নাহিদুল।

গত দুই ম্যাচে এনামুল-ইমরুলকে দিয়ে ওপেন করিয়ে সাফল্য পায়নি খুলনা। তাই চট্টগ্রামের বিপক্ষে এনামুলের সঙ্গে ওপেন করতে নামেন সাকিব। কিন্তু পজিশন বদলে রানে ফিরতে পারেননি তিনি। ব্যক্তিগত ৩ রানে ফিরে যান সাজঘরে। অবশ্য এই ৩ রান করেই টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের আগে ৬ রান করে বিদায় নেন এনামুল।

এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান মাহমুদউল্লাহও। এরপর ২১ রান করা ইমরুলকে সাজঘরে পাঠান তাইজুল ইসলাম। জহুরুল ইসলামকেও নিজের শিকার বানান তাইজুল। মুস্তাফিজ-তাইজুলদের সামনে দ্রুত উইকেট হারাতে থাকা খুলনা বেশি দূর যেতে পারেনি। নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় মাহমুদউল্লাহর দল।

সংক্ষিপ্ত স্কোর

জেমকন খুলনা : ১৭.৫ ওভারে ৮৬  (সাকিব ৩, এনামুল ৬, মাহমুদউল্লাহ ১, ইমরুল ২১ , জহুরুল ১৪, আরিফুল ১৫, শামীম ১১, শহীদুল ৫, রিসাদ ০, মাহমুদ ১* ও আল আমিন ০ ; মুস্তাফিজ ৩.৫-০-৫-৪ সৌম্য ১-০-৬-০ , সৈকত ৩-০-৯-০, শরীফুল ৩-০-১৯-০, তাইজুল ৩-০-৩০-২, নাহিদুল ৪-০-১৫-২)।

গাজী গ্রুপ চট্টগ্রাম :   ১৩.৪ ওভারে ৮৭/১ ( লিটন ৫৩, সৌম্য ২৬, মুমিনুল ৫; সাকিব ৪-১-১৪-০, আল আমিন ২-০-১১-০, হাসান ১-০-১৭-০, শহীদুল ১-০-৭-০ , মাহমুদউল্লাহ ৩-০-১৬-১, শামীম ১-০-১১-০, রিসাদ ১-০-৬-০)

ফল :  ৯ উইকেটে জয়ী গাজী গ্রুপ চট্টগ্রাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

Back to top button