অন্যান্যখেলাধুলা

মৃত বাবার জন্য দোয়া চেয়ে ইমরুলের আবেগঘন বার্তা

প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত আর পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েসের বাবা মো. বানি আমিন বিশ্বাস (৬০)। গত রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

গত ২৩ মার্চ দুপুরে নিজ গ্রামের বাড়ি থেকে শহরে যাওয়ার পথে নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন বানি আমিন বিশ্বাস। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেদিনই হেলিকপ্টারযোগে বাবাকে ঢাকায় নিয়ে আসেন ইমরুল।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ মার্চ রাতে থেমে গেছেন বানি আমিন। পিতৃহারা হয়েছেন ইমরুল। বাবা হারিয়ে শোকবিহ্বল ইমরুল সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা সবাই জানেন, গতকাল (রোববার) রাত ৯টায় আব্বা আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২৩ মার্চ তিনি ভয়াবহ দুর্ঘটনার শিকার হন এবং ২৮ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। তবে মহান শক্তিমান আল্লাহ আমাদের হাতে আর কোন সুযোগ না রেখে তাকে নিজের কাছে নিয়ে গেলেন।

আমার ক্রিকেটার হওয়া এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য খেলতে পারার অন্যতম কারণ আমার বাবা। তিনি আমাকে সবসময় সমর্থন দিয়েছেন। দুর্ঘটনার দিন পর্যন্ত তিনি দিনে ২-৩ বার ফোন করে খোঁজখবর নিতেন আমি এবং আমার ছেলে কী করছি, কেমন আছি।

বাবার আত্মত্যাগের কোন প্রতিদানই সম্ভব হয়। দয়া করে সবাই আমার বাবার জন্য দোয়া করুন। ছেলে হিসেবে আমি বলবো, যেখান থাকো ভালো থেকো আব্বা। আল্লাহ তোমাকে মাগফিরাত দান করুন। আমিন। তোমাকে ভালোবাসি আব্বা।’

ইমরুলের বাবার মৃত্যুতে শোকাহত বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটাররাও। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আপন ইমরুলের বাবা ইন্তেকাল করেছেন। সবাই তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।’

সুদূর যুক্তরাষ্ট্রে বসে খবরটি পেয়ে নিজের ফেসবুকে সাকিব লিখেছেন, ‘আমাদের ভাই এবং সতীর্থ ইমরুল কায়েসের শ্রদ্ধেয় পিতা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

দলের ডানহাতি পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস এর বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।’

আরেক পেসার তাসকিন নিজের প্রোফাইলে লিখেছেন, ‘ইমরুল কায়েস ভাইয়ের বাবা মো. বানি আমীন চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে মারা গেছেন। (ইন্নালিল্লাহে…রাজেউন)’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =

Back to top button