লা লিগায় দীর্ঘদিন পর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর খেতাব ভাঙতে পেরেছেন করিম বেনজেমা। এই সময়ের দুই অন্যতম তারকাকে ছাপিয়ে স্প্যানিশ লিগরটির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার আয়োজনে দ্য স্টিফানো ট্রফি জিতেছেন বেনজেমা। দীর্ঘদিন ধরে দুই তারকার রাজত্বে থাকা রেকর্ড ভাঙতে পেরে বেশ খুশি এই ফরাসি স্ট্রাইকার।
২০১৯-২০ মৌসুমের শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। কিন্তু করোনা বিরতির পর পাল্টে গেছে সবকিছু। বিরতি কাটিয়ে মাঠে ফিরে শুরুতে শ্রেষ্ঠত্ব হারিয়েছে বার্সা। এরপর খুঁইয়েছে লা লিগার টাইটেল। অন্যদিকে মৌসুমের শুরুতে হোঁচট খাওয়া রিয়াল বিরতির পর ফিরেই পুনরুদ্ধার করেছে লা লিগার শিরোপা। আর রিয়ালকে শিরোপা জেতানোয় বড় ভূমিকা রেখেছেন বেনজমা। এবার নিজের কাজের স্বীকৃতি পেলেন এই ফরাসি তারকা।
পুরস্কার পাওয়ার পর ফরাসি তারকা বলেন, ‘এটা অনেক বিশেষকিছু। আমি খুব গর্ববোধ করছি এবং খুশি। ২০০৯ সাল থেকে ক্লাবের হয়ে কাজ করার পুরস্কার পেলাম আমি। যা বললাম এতে আমি খুবই সন্তুষ্ট। আমি রিয়াল মাদ্রিদে অনেক দিন থেকেই আছি এবং সবসময় দলকে সাহায্য করতে কাজ করে যাচ্ছি।’
এরপর মেসি-রোনালদোকে হারানোর প্রসঙ্গে বেনজেমা বলেন, ‘মেসি ও রোনালদো অন্য ধরনের। তারা ব্যক্তিগত অনেক পুরস্কারই জিতেছেন। আমার জন্য তাদের মতো দুই খেলোয়াড়কে ছাপিয়ে এ পুরস্কার জেতা অনেক সম্মানের।’
বেনজেমা আরো বলেন, ‘অনেকেরই এ পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল। উদাহরণ হিসেবে, সার্জিও রামোসের দারুণ একটি মৌসুম গেছে। তবে আমি অন্য কোনো দলের খেলোয়াড়দের দিকে তাকাই না। আমি সবসময় আমার সতীর্থদের নিয়ে ভাবি। ম্যাচের কথা চিন্তা করে আমি প্রতিটি অনুশীলন সেশনে সেরাটা দেই।