ধর্ম ও জীবন

মোহরানা হিসেবে নিলেন ১০০ বই

লাখ লাখ টাকা কিংবা জৌলুসময় স্বর্ণ-হীরার অলংকার নয়, বিয়েতে মোহরানা হিসেবে হবুস্বামীর কাছে দাবি রেখেছিলেন ৮০টি বইয়ের। দাবি পূরণ করেছেন পড়ুয়া তরুণীর স্বামী। শুধু দাবি পূরণ নয়, আরো ২০টি বাড়িয়ে মোহরানা হিসেবে ১০০টি বই দিয়েছেন তিনি।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিছানায় ছড়ানো-ছিটানো বইগুলোর সঙ্গে স্ত্রীর ছবি প্রকাশ করেছেন নববিবাহিত স্বামী। পোস্টটি ফেসবুকজুড়ে বইপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রচলিত প্রথা এড়িয়ে জ্ঞানচর্চা ও সৃষ্টিশীলতার প্রতি ব্যাপক ভালোবাসা দেখিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন ভারতের কেরালা রাজ্যের ইজাজ হাকিম ও আজনা নিজাম দম্পতি। গত ২৯ ডিসেম্বর কেরালার এই মুসলিম দম্পতির বিয়ে হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

Back to top button