Lead Newsসরকার

যমুনা নদীতে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ মার্চে শুরু

আগামী বছরের মার্চ মাসে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলসেতু নির্মাণ কাজের উদ্বোধন করবেন।’

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন, খবর ইউএনবি।

মন্ত্রী বলেন, সরকার রেলওয়ের উন্নয়নের জন্য বহুমুখী অনেক প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু সেতুর পাশে ৩শ’ গজ উজানে ডুয়েল গেজ ব্রিজ নির্মাণ করা হবে। ইতোমধ্যে সেতুটি নির্মাণে টেন্ডার দেয়াসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই মার্চে আনুষ্ঠানিক নির্মাণ কাজ উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে।

‘সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পও হাতে নেয়া হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে ইতোমধ্যে ভারতের সাথে ৭টি পয়েন্টে রেল যোগাযোগ স্থাপন হয়েছে। দুই দেশের রেল যোগাযোগের ফলে মালামাল পরিবহনের জন্য চুক্তি হয়েছে। মালবাহী কন্টেইনার ও ওয়াগন এসে যাতে মালামাল লোড-আনলোড করতে পারে সে জন্য আইসিটি টার্মিনাল নির্মাণ করা হবে,’ যোগ করেন তিনি।

পরে রেলমন্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন ও সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার ইয়ার্ড ও রায়পুর ইয়ার্ড পরিদর্শন করেন।

এ সময় রেলওয়ে মহা-পরিচালক মো শামছুজ্জামান, অতিরিক্ত মহা-পরিচালক খন্দকার শহীদুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী এ এস এম আল ফাত্তাহ মাসুদুর রহমান, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম), পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, বঙ্গবন্ধু সেতুর প্রকল্প পরিচালক কামরুল হাসান, আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eighteen =

Back to top button