পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে জিতে যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের কোনো সমস্যা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ বুধবার এ কথা বলেন তিনি।
মার্কিন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির ওপর সেদেশের পররাষ্ট্র নীতি নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। সুতরাং দেশটির ক্ষমতায় যে দলই আসুক না কেন, বাংলাদেশের কোনো সমস্যা হবে না।
এর আগে গতকাল মঙ্গলবার একই কথা ধরনের কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ দল বা ব্যক্তির ওপর বাংলাদেশের সম্পর্ক নির্ভর করে না। সেদেশের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক। সে কারণে যারাই দেশটির নির্বাচনে বিজয়ী হোক, তাতে আমাদের সঙ্গে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না।
ফ্রান্স ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান ফ্রান্সবিরোধী বিক্ষোভ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ফ্রান্সের প্রেসিডেন্টও বলেছেন, এ বিষয়ে ওনার অবস্থান এখন অনেকটাই নমনীয়। যদিও অনেকে মতামত দিয়েছে দূতাবাস বন্ধ করার। তবে ধর্ম ও ব্যবসা এক করা ঠিক হবে না।