যুক্তরাষ্ট্রের মুনা সম্মেলনের বিশেষ বক্তা আজহারী
মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসলামী চিন্তাবিদ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী ১৮ আগষ্ট শুরু হচ্ছে প্রবাসে মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী ২০ আগষ্ট পর্যন্ত। এই সম্মেলনে তিনি বিশেষ বক্তা হিসেবে কোরআন ও হাদিসের বিশ্লেষণধর্মী বক্তব্য প্রদান করবেন আজহারী।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত মুনার প্রেস কনফারেন্সে নেতৃবৃন্দরা কনভেনশনে ড. মিজানুর রহমান আজহারীর উপস্থিতির কথা জানান। এর আগে সম্মেলনের প্রচার ও প্রচারণায় কোথাও তার নাম উল্লেখ করা হয়নি। তার সাথে চূড়ান্ত কথা না হওয়ায় আয়োজকরা নিশ্চিত হতে পারেননি বালে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট হারুন অর রশীদ, কনভেনশনের চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ, আব্দুল্লাহ আরিফ, আহমেদ আবু ওবায়দুল্লাহ, ড. রিয়াজুল ইসলাম ও ফকরুল ইসলাম মাসুম।
‘মানবতার জন্য কুরআনের নির্দেশিকা’ এ শ্লোগানে এবার প্রায় ১৮/২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। সম্মেলনে ইসলামি চর্চা ছাড়াও থাকবে সেমিনার, ছোটদের অনুষ্ঠান, নারীদের জন্য আলাদা অনুষ্ঠান, বাচ্চাদের খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম ও ইয়থ প্রোগ্রাম। ৪টি মহাদেশ থেকে ইসলামিক চিন্তাবিদরা এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।