যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ‘ইসাইয়াস’
হারিকেন ‘ইসাইয়াস’ যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় আঘাত হেনেছে। ক্যাটাগরি ১ এ রূপ নেয়া এই ঘূর্নি ঝড়ে ঘণ্টায় ৮৮ মাইল (১৪০ কিলোমিটার) বেগে বাতাস বইছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার এ কথা জানায়। খবর এএফপি’র।
রাজ্যটির দক্ষিণাঞ্চলে ওশান আইল বিচের কাছে রাত ১১ টা ১০ মিনিটে (গ্রিনীচ মান সময় মঙ্গলবার ০৩১০ টায়) ঝড়টি আঘাত হানে।
আবহাওয়াবিদরা ইতোপূর্বে ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য প্রাণঘাতী ঝড় বয়ে যাওয়ার ব্যপারে সতর্ক করেন।
দেশটির ন্যাশনাল হ্যারিকেন সেন্টার আগেই সতর্ক করে জানিয়েছিলো, ক্যরোলিনায় প্রবেশ করেই ভয়াল রূপ নেবে এই ঝড়। ক্যাটাগরি-১ হ্যারিকেন হয়ে আছড়ে পড়বে এই ঝড়।
এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঝড়টি উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার মধ্যবর্তী সীমান্তের নিকটবর্তী স্থানে আঘাত হানতে পারে। এ সময়ে স্থলভাগে তিন থেকে পাঁচ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এরপর ঝড়টি ইস্ট কোস্টের দিকে ধেয়ে যাবে এবং এ সময়ে প্রবল বৃষ্টি হতে পারে।
এর আগে ঝড়টির কারণে বাহামাস দীপপুঞ্জে প্রবল বৃষ্টি হয়েছে ও গাছপালা উপড়ে পড়েছে এবং রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ঝড়ের তান্ডবে পুয়ের্তেরিকোয় অন্তত একজন মারা গেছে।