Lead Newsজাতীয়স্বাস্থ্য ও চিকিৎসা

“যেখানেই হাত দিচ্ছি সেখানেই সমস্যা আর অনিয়ম” – স্বাস্থ্য উপদেষ্টা

প্রয়োজন সবার সহযোগিতা

“আমাদের সব জায়গায় সিস্টেমে সমস্যা আছে। এই যে বিভিন্ন আইন আছে, সেই আইনের প্রয়োগ, আইন না মানা সেটা নিয়ে ফলোআপ করা হয় না। আইন নানান কারণে নাও মানা হতে পারে। যেমন- জবাবদিহিতার অভাব, আবার অনেক ক্ষেত্রে জবাবদিহিতা থাকলেও সেটা নিয়ে কেউ চার্জ করে না। মন্ত্রণালয়ের কাজ করে দেখছি যেখানেই হাত দিচ্ছি সেখানেই সমস্যা আর অনিয়ম। এই অবস্থা উত্তরণে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য প্রয়োজন সবার সহযোগিতা”।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত ঔষধ শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ।

তিনি আরো বলেন, “আমার মনে হয় আমরা সবাই যে জায়গায় আছি প্রত্যেকেই যদি নিজেদের জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করি, একটু একটু করে যদি অভ্যাসটা আমরা তৈরি করতে পারি তাহলে দেশ হিসেবে আমরা আগাতে পারব”।

“যেসব জায়গায় ফাঁকফোকর, অনিয়ম আছে সেগুলা শুধরে নিয়ে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারব।  এবার ২৪-এর আন্দোলনে যে অসংখ্য মানুষ আর ১৯, ২০ বছর বয়সী ছেলে চোখ, পা হারালো তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আসুন আমরা একযোগে কাজ করি”।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শামীম হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, এসিআই হেলথকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মহিবুজ জামান, গণস্বাস্থ্য ফার্মাসিটিক্যালস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ডা. মনজুর কাদির আহমেদ, রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, ডিজিডিএর পরিচালক আসরাফ হোসেন, বিসিডিএস পরিচালক মিজানুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eight =

Back to top button